প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
কালাম প্রধানের বিরুদ্ধ শত শত মামলা থাকা সত্ত্বেও শাস্তি নিশ্চিত হচ্ছে না।

পারভীন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
কামাল প্রধান, ৪৬, পিতা আবুল প্রধান, সাং বাগবাড়ি, নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ,
উক্ত ব্যক্তির বিরুদ্ধে, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ও আদালত পারায়, শত শত মামলা থাকা সত্ত্বেও, আইনের কে ফাঁকি দিয়ে, প্রশাসনের নাকের ডগায়, মামলায় জামিন পেয়ে, পেয়ে পুনরায় ভূমিদস্যু চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন,
এলাকাবাসীর অভিযোগ, আর কত মামলা হলে তার শাস্তি , নিশ্চিতভাবেই কার্যকর হবে।
তাহার বিরুদ্ধে এমন কোন ধারা নেই এমন কোন মামলা নেই যে না হয়েছে, তাহলে কিভাবে মুক্তি পায় কামাল প্রধান,
এলাকাবাসীর দাবি উক্ত কামাল প্রধান কে, সর্বস্ত শাস্তি প্রদান করা হোক,
বহুরূপীর কামাল প্রধান এর বিরুদ্ধে এলাকাবাসী বহুবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন,
তারপরে কিভাবে কামাল প্রধান, যাবি নে মুক্তি পেয়ে, পুনরায় তাহার পূর্বের সকল প্রকার অপকর্ম করে আছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24